গরুর রোগ হলে খাওয়ার রুচি না থাকা, কম খাওয়া বা না খাওয়া, চুপচাপ পড়ে থাকা, দুর্বল হয়ে যাওয়া আবার অনেক সময় শুল বেদনার জন্য ছটফট করা, উত্পাদন কমে যাওয়া, শরীরের ওজন কমে যাওয়া, লোম খসখসে হয়ে যাওয়া ইত্যাদি৷ |
||
মিল্ক ফিভার / ঠুনকো রোগ |
||
এই রোগ সাধারণতঃ বাচ্চা দেওয়ার সপ্তাহের মধ্যে হয়৷ বেশীর ভাগ ক্ষেত্রে ২ দিনের মধ্যেই হয়৷ বাচ্চা দেওয়ার আগে খাবারে কম ক্যালসিয়াম থাকলে বা গাই-এর রক্তে কম ক্যালসিয়াম থাকলে এই রোগ হয়৷ |
||
লক্ষণ |
|
|
প্রতিকার |
|
|
কিটোসিস |
||
এই রোগ হয় গাই বাচ্চা দেওয়ার ৬ - ৮ সপ্তাহ পরে, বিশেষ করে যখন খুব বেশী দুধ দেয়৷ এর কারণ হল কম শ্বেতসার জাতীয় খাদ্য৷ |
||
লক্ষণ |
|
|
প্রতিকার |
|
|
গরুর রোগ ও প্রতিকার
8:57 AM |
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment