বাংলাদেশে রিকেটস রোগের প্রকোপ খুব কম। ঘনবসতি বা বস্তি এলাকায় সেখানে মানুষ সূর্যের আলো কম পায় এবং সাথে সাথে ভিটামিন ‘ডি’ এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্যও কম খায়, সে এলাকায় বিশেষতঃ ছোট শিশুদের রিকেটস রোগ বেশী হয়।

লক্ষণঃ
১) শিশু ঠিকমত এবং সময়মত বসতে, উঠতে, হামাগুড়ি দিতে, দাঁড়াতে এবং হাঁটতে পারে না;
২) শিশুর দাঁত উঠতে দেরী হয়;
৩) শিশুর হাড়ের গঠন ঠিকমত হয় না এবং হাত ও পায়ের হাড় বাকা হয়ে যায়;
৪) শিশু প্রায়ই কাঁদে এবং অস্থির থাকে।

কারণঃ
    ভিটামিন ‘ডি’এর অভাব হলে এবং ক্ষুদ্রান্ত্র থেকে ক্যালসিয়াম শরীরে শোষিত হতে না পারলে রিকেটস হয়।

প্রতিকারঃ
    প্রচুর পরিমাণ ভিটামিন ‘ডি’ সমৃদ্ধ খাদ্য এবং সাথে সাথে ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্যও খেতে হবে। তাছাড়া শিশুর শরীরে ভিটামিন ‘ডি’ তৈরি করার জন্য দৈনিক কিছু সময়ের জন্যে তাকে খালি গায়ে রৌদ্রে রাখতে হবে।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

1 comments:

Mihir Sarkar said...

Read a lot of blogs specially interesting ones like your blog, Good post! I accidentally found your site on the internet, I am going to be coming back here yet again.Love Information Is Beautiful. Keep posting.Amar khub Valo Lagacha Apnara aktu site ta visit korban kamon ar aktu Basi somy Thak Ban

Post a Comment